ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধাপে ধাপে ভালো করে জাতীয় দলে খেলতে চান ইমন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
ধাপে ধাপে ভালো করে জাতীয় দলে খেলতে চান ইমন ইমন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য পারভেজ হোসেন ইমন। সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপেও খেলেছেন তিনি।

 

তবে একাদশে বেশি সুযোগ হয়নি তার। নাজমুল একাদশের হয়ে  দুই ম্যাচ খেলে করেছেন মাত্র ২৯ রান। তবে হাই-পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। নতুন কোচ টবি র‍্যাডফোর্ডের অধীনে নতুন কিছু শেখার চেষ্টা করছেন ইমন।

রোববার (০১ নভেম্বর) মিরপুরে এইচপি দলের অনুশীলন শেষে সাংবাদিকদের এক ভিডিও বার্তায় ইমন জানান, ধাপে ধাপে ভাল করেই জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি। তবে নতুন কোচের অধীনে টেকনিক্যাল জায়গা নিয়েই কাজ করে যেতে চান।

ইমন বলেন, 'অবশ্যই অনেক ভালো লাগছে। অনেক আলাদা। নতুন কোচ আসছে। অনূর্ধ্ব-১৯ থেকে ভিন্ন লাগছে। ভালো ভালো টেকনিক শেখাচ্ছে, যেগুলো আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। ওই টেকনিকগুলো নেওয়ার চেষ্টা করছি। '

তিনি আরও বলেন, 'নি (র‍্যাডফোর্ড) ব্যাটিংয়ের কিছু কাজ দেখিয়ে দিচ্ছেন। এগুলোই অনেক ভালো লাগছে। অবশ্যই স্বপ্ন আছে জাতীয় দলের খেলার। চেষ্টা করছি ধাপে ধাপে ওপরে ওঠার। এইচপিতে খেলবো, এরপর 'এ' টিম এরপর ধাপে ধাপে ওঠার চেষ্টা করবো। '

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।