মুশফিকুর রহিমের বিদায়ের পর দল যখন চূড়ান্তভাবে ধুঁকছিল, ঠিক সেই সময় সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের ত্রাতা হলেন লিটন দাশ ও মেহেদি হাসান মিরাজ। তাদের পঞ্চাশোর্ধ অপরাজিত জুটিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলীয় ২১০ রান করে ফলোঅন এড়িয়েছে টাইগাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন লিটন দাশ (৩৯) ও মেহেদি হাসান মিরাজ (২৮)।
এর আগে মুশফিকুর রহিমের বিদায়ে ফের বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শুরুতেই সাদা পোশাকের ক্যারিয়ারে ২২তম ফিফটির পর রাহকিম কর্নওয়ালের বলে আত্মঘাতী শট খেলে বিদায় নেন।
দিনের শুরুতে পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহিমের সঙ্গে ৭১ রান করার পর বিদায় নেন মোহাম্মদ মিঠুন। রাহকিম কর্নওয়ালের বলে ব্যক্তিগত ১৫ রানে ফেরেন তিনি।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা ৪০৯ রানের বিশাল সংগ্রহ করে।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এমএমএস