ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষেই আছেন সাকিব, তিনে উঠলেন স্টোকস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
শীর্ষেই আছেন সাকিব, তিনে উঠলেন স্টোকস সাকিব ও স্টোকস

সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ‘বার্থ-ডে বয়’ সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারলেও দুর্দান্ত বোলিংয়ে তিনে উঠে এসেছেন ইংলিশ তারকা বেন স্টোকস।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডকে জয়ে সহায়তা করে সতীর্থ কলিন ডি গ্রান্ডহোমকে পেছনে ঠেলে সাতে উঠে এসেছেন মিচেল স্যান্টনার। টাইগারদের বিপক্ষে ব্যাট হাতে নামতে না হলেও দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে স্টোকস ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। তবে বল হাতে দলের সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তিনি। সতীর্থ ক্রিস ওকসকে একধাপ পেছনে ঠেলে তিনে উঠেছেন স্টোকস।

র‌্যাংকিংয়ে নড়চড় হয়নি বুধবার (২৪ মার্চ) ৩৪তম বছরে পা দেওয়া সাকিবের। ৪১২ রেটিং পয়েন্ট নিয়ে সিংহাসন অটুট রেখেছেন তিনি। আগের অবস্থান দুইয়ে আছেন মোহাম্মদ নবী। স্টোকস-ওকসের পরে আগের পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। র‌্যাংকিংয়ে নড়চড় হয়নি ছয়ে থাকা রশিদ খানের। একধাপ নিচে নেমে আটে আছেন রবীন্দ্র জাদেজা। আগের অবস্থান দশে জিম্বাবুয়ের শন উইলিয়ামসের।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।