বাংলাদেশের সর্বশেষ নিউজিল্যান্ড সফরটা মোটেও ভালো যায়নি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হতাশায় ডুবিয়েছে টাইগাররা।
ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিয়ে এরইমধ্যে শ্রীলঙ্কায় উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মুমিনুল হক ও তামিম ইকবালদের টিম লিডার হিসেবে দলের সঙ্গে গেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
নিউজিল্যান্ডে ভালো খেলতে পারেননি ক্রিকেটাররা, তাই বলে যে শ্রীলঙ্কাতেও তা হবে বিশ্বাস করেন না সুজন। তিনি বলেন, ‘যদিও আমরা শেষ টেস্ট ভালো করি নাই। আমরা জানি আমাদের সামর্থ্য আছে। আমরা নিউজিল্যান্ডে ভালো খেলতে পারিনি, কিন্তু শ্রীলঙ্কায় আলাদা পরিবেশে খেলবো। আগেও খেলেছি, সেখানকার কন্ডিশনটা আমরা জানি। আমরা চেষ্টা করবো আমাদের সেরা ক্রিকেট খেলতে। ’
খেলোয়াড়দের প্রস্তুতি ও ফিটনেস নিয়ে কোনো ধরনের সংশয় নেই সাবেক অধিনায়কের। দল হিসেবে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার তাগিদ দিলেন তিনি, ‘খেলোয়াড়রা অনেক ফিট। অনেক চেষ্টা করে তারা মাঠে গিয়ে। কিন্তু পারফরম্যান্সটা কেন হচ্ছে না সেটা একটা বড় ব্যাপার। প্রক্রিয়াগুলো কিন্তু খারাপ বলবো না আমি। দল হিসেবে খেলতে হবে আমাদের, ব্যক্তিগত পারফরম্যান্স অনেক দেখেছি আমরা। এখনই সময় আমরা বাংলাদেশ দল হিসেবে খেলতে চাই। ’
আগামী ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। শেষ ম্যাচ ২৯ এপ্রিল একই ভেন্যুতে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এমএমএস