আফগানিস্তানের শাসনভার তালেবান কর্তৃক দখলের পর শঙ্কায় ছিল দেশটির ক্রিকেট। তবে শঙ্কা উড়িয়ে কয়েকদিন আগে নিজেদের ক্রিকেটপ্রেমী দাবি করেন কয়েকজন তালেবান।
তালেবান ক্ষমতায় আসার পর নতুন করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সভাপতি নিযুক্ত করে আজিজ উল্লাহ ফজলিকে। এরপর পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার কথা থাকলেও যোগাযোগ সংক্রান্ত জটিলতায় তা আর মাঠে গড়ায়নি। এবার একই সমস্যার কারণে বিশ্বকাপের জন্য আরব আমিরাতে উড়াল দিতে পারছে না নবী-রশিদরা। তবে বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধান করতে কাজ করে যাচ্ছেন বলে জানান আফগান কোচ ক্লুজনার।
সংবাদসংস্থা এএফপিকে দেয়া এক তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল এক মাস সেখানে (আরব আমিরাত) ক্যাম্পিং করা। কিন্তু আমরা এখনও ভিসার জন্য অপেক্ষা করছি, যে কারণে এটি (ক্যাম্পিং) হয়তো আর হবে না। তারপরেও খুব তাড়াতাড়ি ভিসা পাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। ’
তালেবানের ক্রিকেট সমর্থনের ব্যাপারটিও জানিয়েছেন ক্লুজনার। তিনি বলেন, ‘তারা (তালেবান) সবাই ক্রিকেটকে সমর্থন করে যাচ্ছে। সবদিক থেকেই তারা আমাদের ক্রিকেটীয় উদ্যোগের ব্যাপারে খুশি এবং সবকিছুই সমর্থন করছে। এটি অনেক গুরুত্বপূর্ণ এবং দেশ ও ক্রিকেটপ্রেমীদের জন্য বড় একটি বিষয়। কয়েকদিন পরে সকলেই (ক্রিকেটাররা) তাদের পুরোনো রূপ ফিরে পাবে। ’
ঘরের মাঠ থেকে বাইরেই বেশিরভাগ সময় খেলতে হয়েছে আফগান ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে যে কারণে কিছুটা স্বস্তিতে রয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক এ ক্রিকেটার। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের প্রত্যেকটি ম্যাচই বাইরের মাঠে খেলতে হয়। কোভিডের কারণে গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের আরব আমিরাতের মাটিতে খেলতে হয়েছে। এবং আমরা অনেক ভাগ্যবান যে আমাদের কয়েকজন ক্রিকেটার বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলে যাচ্ছে। ’
আগামী ১৭ অক্টোবর আরব আমিরাতে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ১৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপ যাত্রা
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
আরইউ