ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে লিটনের উন্নতি, বোলিংয়ে মিরাজ-সাকিবের অবনতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২, ২০২২
ব্যাটিংয়ে লিটনের উন্নতি, বোলিংয়ে মিরাজ-সাকিবের অবনতি

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শেষে ওয়ানডে র‍্যাংকিংয়ে বেশকিছু রদবদল হয়েছে। এর মধ্যে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা লিটন দাসের।

কিন্তু বোলারদের মধ্যে অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের।

বুধবার ওয়ানডে র‍্যাংকিংয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় ৩ ধাপ এগিয়েছে ৩২তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের ডানহাতি ওপেনার লিটন। ৩ ম্যাচের সিরিজে তার ব্যাট থেকে এসেছে ৯০.২৮ গড়ে ২২৩ রান; আছে একটি করে সেঞ্চুরি ও ফিফটি।  

ব্যাটারদের তালিকায় লিটন ছাড়াও উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর। ৩ ম্যাচে মাত্র ৪৩ রান করেও ১ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে আছেন এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। তবে ২ ধাপ পিছিয়েছেন আরেক ওপেনার ও টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৩ ম্যাচে মাত্র ৩১ রান করেছেন তিনি, যা তাকে ২৩তম স্থানে নামিয়ে দিয়েছে। আর এক ফিফটিসহ ৯৬ রান করা মুশফিকুর রহিম ২ ধাপ পিছিয়ে আছেন ১৩তম স্থানে। সাকিব আল হাসান আছেন আগের অবস্থানেই (২৫)।

ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুই ও তিনে অবস্থান ধরে রেখেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। শীর্ষ দশের বাকি অবস্থানগুলোও আছে অপরিবর্তিত।

এদিকে ওয়ানডেতে বোলারদের র‍্যাংকিংয়ে এক ধাপ অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। আফগান সিরিজের ৩ ম্যাচে ৩ উইকেট পাওয়া এই স্পিনার এক ধাপ নিচে নেমে গেছেন। তার অবস্থান এখন সাতে। তাকে পেছনে ফেলে এক ধাপ উপরে উঠেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। বাংলাদেশের বোলারদের মধ্যে দুই ধাপ নিচে নেমে গেছেন সাকিব। আফগান সিরিজে ৫ উইকেট পেলেও ১০ থেকে তার বর্তমান অবস্থান দ্বাদশ স্থানে।  

বোলারদের তালিকায় এক ধাপ পিছিয়েন মোস্তাফিজুর রহমানও। আফগানদের বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেট পেলেও এই বাঁহাতি পেসার ১৫তম থেকে ১৬তম স্থানে নেমে গেছেন। এছাড়া ৩ ধাপ পিছিয়ে ৬০তম স্থানে নেমে গেছেন আরেক টাইগার পেসার তাসকিন আহমেদ।  

তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫ উইকেট পাওয়া আফগান স্পিনার রশিদ খান ৪ ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন। আরেক আফগান স্পিনার মোহাম্মদ নবিও ৪ ধাপ এগিয়েছেন। তার বর্তমান অবস্থান ১৯তম স্থানে। তবে এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছেন আরেক আফগান স্পিনার মুজিব-উর-রহমান।  

বোলারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। যথারীতি দুই ও তিনে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড এবং ইংল্যান্ডের ক্রিস ওকস। তবে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন নিউজিল্যান্ডের আগের বোলার ম্যাট হেনরি। আর এক ধাপ পিছিয়ে দশে নেমে গেছেন আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকবার্নি।  

অন্যদিকে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন সাকিব। এই তালিকার শীর্ষ দশে আর কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।