ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘মেয়েরা ভালো খেলছে, আমরা দেখছি না এটা আমাদের ব্যর্থতা’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
‘মেয়েরা ভালো খেলছে, আমরা দেখছি না এটা আমাদের ব্যর্থতা’

বিশ্বকাপ বাছাই খেলে দেশে ফিরেছে কয়েক দিন হলো। এর মধ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলতে নেমে গেছে এশিয়া কাপ।

দারুণ জয়েই টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।  

থাইল্যান্ডকে জ্যোতিরা হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। এশিয়া কাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ভালো খেলছে বাংলাদেশ দল।

পাপন বলেছেন, ‘মেয়েরা অনেকদিন ধরেই ভালো খেলছে। আমরা দেখছি না, তাকাচ্ছি না এটা আমাদের ব্যর্থতা। বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেও হয়েছে, বাছাই উতরে বিশ্বকাপ খেলেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, সাফ গেমসে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। সবচেয়ে ভালো কথা হলো আমাদের দলটা গত ৪ বছর ধরে প্রায় একই দল। ৮-৯ টা খেলোয়াড় একদম পাকা। ’

বাংলাদেশের ফাইনালে উঠার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেছেন, ‘প্রথম তো আগে সেমি-ফাইনাল এরপর ফাইনাল। ফাইনাল ওঠার সম্ভাবনা অবশ্যই আছে। ’

‘বাংলাদেশ ভালো তবে ভারত গত এক বছরে অনেক উন্নতি করেছে। আপনারা যদি খেলা দেখেন ভারত নারী ক্রিকেটে অনেক শক্তিশালী দল। সবচেয়ে শক্তিশালী তো অস্ট্রেলিয়া এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড। আপনি যদি দেখেন সেই ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সাথেই জিতছে ভারত। সে দিক থেকে তারা তো এগিয়ে অনেক। আমাদের আর খেলা হয়নি ২০১৮ এশিয়া কাপের পর, আমাদেরও সুযোগ থাকছে। দেখা যাক। ’

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।