ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যর্থ নতুন উদ্বোধনী জুটিও, আউট মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২২
ব্যর্থ নতুন উদ্বোধনী জুটিও, আউট মিরাজ

সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে দিয়ে ইনিংস উদ্বোধনে নতুন কিছুর চেষ্টা করেছিল বাংলাদেশ। ব্যর্থ হন তারা।

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা মিলল আরও এক নতুন উদ্বোধনী জুটির। মেহেদী হাসান মিরাজ ঠিক থাকলেন, তার সঙ্গে যোগ দিলেন নাজমুল হোসেন শান্ত।

কিন্তু ব্যর্থ হলো এই জুটিও। নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই টাইগাররা হারায় প্রথম উইকেট। টিম সাউদির বলে মিলনের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত গেছেন মেহেদী হাসান মিরাজ।  

এর আগে তার ব্যাট থেকে ১ চারে ৫ বলে আসে ৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৯ রান করেছে বাংলাদেশ। ১১ বলে ১৩ রান করে শান্ত ও লিটন অপরাজিত আছেন শূন্য রানে।  

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশে অধিনায়ক হিসেবে ফিরেছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন ইনিংস উদ্বোধনে নামা সাব্বির রহমান। তার জায়গায় দলে এসেছেন নাজমুল হোসেন শান্ত আর মোস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময় : ১২২৮, অক্টোবর ৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।