ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনেক কিছু শিখেছি: শ্রীরাম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
অনেক কিছু শিখেছি: শ্রীরাম ফাইল ফটো।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে একটিও ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। চার ম্যাচের সবগুলোতেই হারতে হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগের এই টুর্নামেন্টে ‘পরীক্ষা-নিরীক্ষা’ চালিয়েছে বাংলাদেশ।

উদ্বোধনী জুটি বদলেছে, সিরিজ শেষে স্কোয়াডেও এসেছে দুই পরিবর্তন। বাংলাদেশের টি-টোয়েন্টি টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম মনে করছেন, অনেক কিছু শিখেছেন তারা। শনিবার নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এরপর শ্রীরাম বলেছেন, ‘অনেক কিছু শিখেছি, নিজেদের খেলোয়াড়দের ব্যাপারে জেনেছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। অনেক কিছু শিখেছি। ’

‘আমরা এই ব্যাপারে পরিষ্কার, জানি কোন দলটা সেরা। সেরা দল একটা না, এটা বদলায়। সঠিক দলের বিপক্ষে ঠিক ম্যাচ আপটা দরকার। কিন্তু আমাদের মাথায় সেরা কম্বিনেশনের ব্যাপারটা পরিষ্কার। ’

ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশ কী পেল জানতে চাইলে শ্রীরাম বলেছেন, ‘ছেলেরা অনেক আত্মবিশ্বাস পেয়েছে, যেভাবে আমরা রান করেছি। স্কোর দেখুন, তিন দলই কাছাকাছি ছিল। এমনকি আমরা পাকিস্তানের বিপক্ষে ফাইনালে খেলা নিউজিল্যান্ডের চেয়ে বেশি রান করেছি। ’

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।