ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি পাবেন ভারতের মেয়েরাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি পাবেন ভারতের মেয়েরাও

নিউজিল্যান্ডের পথে হাঁটা শুরু করেছে এবার ভারতও। দেশটির ক্রিকেট বোর্ড এখন থেকে পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দেবে নারী ক্রিকেটারদেরও।

ক্রিকেটে উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আজ বৃহস্পতিবার টুইটারে নিজের এই সিদ্ধান্তের কথা জানায় বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ। এক টুইটে তিনি লিখেছেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে বিসিসিআই বৈষম্য মোকাবেলায় প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে। আমরা আমাদের চুক্তিবদ্ধদের জন্য বেতন ইক্যুইটি নীতি বাস্তবায়ন করছি। ’

তিনি যোগ করেন, 'আমরা ক্রিকেটে লিঙ্গ সমতার একটি নতুন যুগে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি একই হবে। ’

বেশ অনেকদিন ধরেই নারী ও পুরুষদের ক্রিকেটে আর্থিক বৈষম্য আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতে এই বৈষম্য দূর করে নিউজিল্যান্ড ক্রিকেট। এবার একই পথে যাচ্ছে ভারতও। বিষয়টি নিয়ে বেশ খুশি দেশটির নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর।

এক টুইটে তিনি বলেন, ‘ভারতের নারী ক্রিকেটারদের জন্য আজ বিশেষ আনন্দের দিন। নারী ক্রিকেটারদের পুরুষদের সমান অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআই এবং জয় শাহকে ধন্যবাদ জানাই। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।