ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গণ-অভ্যুত্থান দিবস মুক্তিসংগ্রামের মাইলফলক: মুক্তিযুদ্ধের প্রজন্ম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
গণ-অভ্যুত্থান দিবস মুক্তিসংগ্রামের মাইলফলক: মুক্তিযুদ্ধের প্রজন্ম বক্তব্য দেন সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী।

চট্টগ্রাম: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। বায়ান্নের ভাষা আন্দোলন, বাঙালির মুক্তিসনদ ছয় দফা, ১১ দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের ধারাবাহিকতায় একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে রক্তাক্ত সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এসেছে।

স্বাধীনতা আন্দোলন দমাতে পাকিস্তানিরা ‘আগরতলা মামলা’ দায়ের করে শেখ মুজিবসহ অন‍্যদের গ্রেফতার করেছিল।

এর প্রতিবাদে দেশব‍্যাপী ছাত্র-শ্রমিক-জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনে ঊনসত্তরের ২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়।

তারই ধারাবাহিকতায় অনিবার্য হয়ে ওঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধ।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি) মুক্তিযুদ্ধের প্রজন্ম– বৃহত্তর চট্টগ্রামের উদ‍্যোগে ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে নগরের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে প্রচার সম্পাদক ইমরান হোসেন মুন্নার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, রঘুনাথ মজুমদার রাজু, মোহাম্মদ কামাল উদ্দিন, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, মোরশেদ আহমেদ, সোহেল ইকবাল, এস এম রাফি, আবদুর রহীম, এমএ খালেক, মিশু সেন, মোহাম্মদ ইকবাল প্রমুখ।  

সভায় ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি ভয়াল ‘চট্টগ্রাম গণহত্যা’ দিবসের শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।