ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে দেড় কোটি টাকার চেক পেল ২৫ ক্ষতিগ্রস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
মীরসরাইয়ে দেড় কোটি টাকার চেক পেল ২৫ ক্ষতিগ্রস্ত

চট্টগ্রাম: মীরসরাইয়ে বেজা সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প ও করেরহাট বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ২৫ মালিককে ১ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।  

রোববার (১২ মার্চ) দুপুরে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।

এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত এলএ চেক গ্রহণকারী জমিলের নেসা বলেন, মীরসরাই থেকে চেক পাওয়ায় কষ্ট করে শহরে যেতে হয়নি।

এতে তার যাতায়াতের খরচ ও সময় নষ্ট হয়নি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।