ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জঙ্গল সলিমপুরে আগামী মাসেই বার্ডস পার্কের কাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
জঙ্গল সলিমপুরে আগামী মাসেই বার্ডস পার্কের কাজ শুরু

চট্টগ্রাম: জঙ্গল সলিমপুরের উদ্ধার হওয়া জমিতে সে  আগামী মাসেই শুরু হচ্ছে বার্ডস পার্কের কাজ। সেখানে যে পার্কটি হবে সেটি নাইট সাফারি পার্কের আদলে।

রোববার (১২ মার্চ) দুপুরে জঙ্গল সলিমপুরের উদ্ধার হওয়া জমি পরিদর্শনে যান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় তিনি এসব কথা বলেন।

 

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসক যোগদানের পর প্রথমবারের মতো জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী পাহাড়ের পরিবেশ ও প্রতিবেশ অক্ষুণ্ণ রেখে আগামী মাসেই নাইট সাফারি পার্কের আদলে বার্ডস পার্কের কাজ শুরু হবে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন দপ্তর এখানে জায়গা চাইছে। আমাদের পরিকল্পনায় এখানে একটি সাফারি পার্ক, খেলার মাঠ, বার্ডস পার্ক ইত্যাদি নির্মাণের চিন্তা চলছে। এখানে যেসব ভূমিহীন ও গৃহহীন মানুষ আছে তাদের বিষয়ে যথাযথ নিয়ম মেনে আশ্রয়ণের মাধ্যমে পুনর্বাসন করা হবে।

যারা অবৈধভাবে পাহাড় কাটা, সরকারি জমি দখল, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, ইউএনও মো. শাহাদাত হোসেন।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩ 

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।