ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গণহত্যা দিবস: প্রদীপের আলোয় শহীদদের স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
গণহত্যা দিবস: প্রদীপের আলোয় শহীদদের স্মরণ

চট্টগ্রাম: ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে প্রদীপ প্রজ্জ্বালন ও এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরের খুলশি এলাকার ফয়েজ লেক বধ্যভূমিতে এ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশন আমিনুর রহমান।

এ সময় শহীদদের স্মরণে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃঞ্চপদ রায়, পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।