ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় আগুনে নিঃস্ব ২২ পরিবার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ২, ২০২৩
সাতকানিয়ায় আগুনে নিঃস্ব ২২ পরিবার ছবি প্রতীকী

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় আগুনে ১৭টি বসতঘর পুড়ে নিঃস্ব হয়েছে ২২টি পরিবার। ঝুপড়ি ও কাঁচাঘর হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় সহায় সম্বল কিছুই বের করতে পারেনি পরিবারের সদস্যরা।

 

শুক্রবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈশ্বর বাবুরহাট (বিশ্বহাট) এলাকার জলদাসপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েনের উদ্ধৃতি দিয়ে আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়।

তারা ১২টা ৫০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। ঝুপড়িঘরগুলো আগুনে পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের চেষ্টায় আশপাশের ঘরবাড়ি রক্ষা পেয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ২, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।