ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় সাগরে ডুবলো ষষ্ঠ শ্রেণির ছাত্র

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৩, নভেম্বর ২৪, ২০২৩
পতেঙ্গায় সাগরে ডুবলো ষষ্ঠ শ্রেণির ছাত্র প্রতীকী ছবি

চট্টগ্রাম: পতেঙ্গা সৈকতে বেড়াতে যাওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্র মো.মেহরাজ হোসেন রাব্বি (১৫) সাগরে ডুবে মারা গেছে।  

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে ভাসতে থাকা মরদেহ উদ্ধার করেছে পতেঙ্গা থানা পুলিশ।

এরপর রাব্বির বন্ধুরা মরদেহ শনাক্ত করে।  

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম।

তিনি জানান, সাগরে মরদেহ ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে। ইতিমধ্যে খবর পেয়ে নিখোঁজ রাব্বির স্বজনরা এসে শনাক্ত করে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

ওসি জানান, নগরের বায়েজিদ থানাধীন রৌফাবাদ-পাহাড়িকা আবাসিক এলাকার মো. আলমগীর মামুনের ছেলে রাব্বি। স্থানীয় ২৫-৩০ সদস্যের একটি গ্রুপের সঙ্গে পতেঙ্গা সৈকতে বেড়াতে আসে সে। একপর্যায়ে সমবয়সীদের সঙ্গে সাগরে নামে গোসল করতে। এ সময় ঢেউয়ের তোড়ে ভেসে যায় সে। পরে স্থানীয়রা খোঁজাখুজি করেও উদ্ধার করতে না পেরে থানায় খবর দেন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।