ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৯০০ টাকা গরুর মাংস, ভোক্তা অধিকারের জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
৯০০ টাকা গরুর মাংস, ভোক্তা অধিকারের জরিমানা 

চট্টগ্রাম: ৯০০ টাকায় গরুর মাংস বিক্রি করায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (২৯ নভেম্বর) বহদ্দারহাট কাঁচাবাজারে তদারকি অভিযানে চারটি গরুর মাংসের দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ।  

রানা দেবনাথ বাংলানিউজকে বলেন, বাজার তদারকি অভিযানকালে দেখা যায় ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি হচ্ছে।

কোনো দোকানে হাড় ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৯০০ টাকা। কোনো দোকানে ৮০০ টাকা। আবার হাড়সহ গরুর মাংস ৬৫০ টাকা বিক্রি হচ্ছে। তাই চারটি দোকানকে জরিমানা করা হয়েছে ১১ হাজার টাকা। এ সময় তাদের সতর্ক করা হয়েছে।  

ন্যায্যমূল্য কত জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় গরুর মাংস ৫৮০-৬০০ টাকা বিক্রি হচ্ছে। চট্টগ্রামে এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছিল। বর্তমানে গরুর দাম অনেক কমে গেছে। তাই মাংসও কম দামে বিক্রি করাটা যৌক্তিক।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।