ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২ ভুয়া ডাক্তারকে একমাসের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৯, ডিসেম্বর ৪, ২০২৩
২ ভুয়া ডাক্তারকে একমাসের জেল ...

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলায় মো. হাসান (২৪) ও আব্দুল্লাহ আল রিয়াদ (২৪) নামে দুই ভুয়া ডাক্তারকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে  ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামে বিনা অনুমতিতে চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দেওয়ার অপরাধে তাদেরকে এ কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক দুই ভুয়া ডাক্তারকে  একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানা পুলিশের সহযোগিতা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।