ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ট্রাক চালকের 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, জুন ৮, ২০২৪
বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ট্রাক চালকের  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে ট্রাক বোঝাই মালামালের সাথে আটকে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো.রফিক (৫৫) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।  

মো. রফিক রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মো. মহিউদ্দিনের ছেলে।

শনিবার (৮ জুন) ভোর ৬টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ড জমাদার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর থাকা বৈদ্যুতিক তারের সাথে ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১৪-১০৭৯) মালামাল আটকে গিয়েছিলো।

এসময় ট্রাক চালক তা সরিয়ে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি হেফাজতে নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.সাবরিনা বলেন, সকাল ৭টার দিকে রফিক নামের এক ট্রাক চালককে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে স্থানীয় লোকজন মৃত অবস্থায় হাসপাতালে এনেছেন। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।