ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রোটারি ক্লাব এরিস্টোক্রেট’র সহায়তা প্রবর্তক স্কুল পেল আধুনিক লাইব্রেরি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জুন ৮, ২০২৪
রোটারি ক্লাব এরিস্টোক্রেট’র সহায়তা প্রবর্তক স্কুল পেল আধুনিক লাইব্রেরি

চট্টগ্রাম: সামাজিক দায়বদ্ধতা, দক্ষ ও যোগ্য মানবসম্পদ বিনির্মাণে আধুনিক লাইব্রেরি নির্মাণ করেছে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট।  

শনিবার (৯ জুন) সকালে নগরের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ফিতা কেটে এই আধুনিক লাইব্রেরির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস।

 

এসময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট সাদমান সায়কা শেফা, চার্টার  প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল  ইসলাম আলভী, ইলেক্ট প্রেসিডেন্ট এস এম মুহিবুর রহমান, পাস্ট প্রেসিডেন্টস সহ, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, ডাক্তার শ্রী প্রকাশ বিশ্বাস, অধ্যক্ষ মনোজ কুমার দেব।  

প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বলেন, শিক্ষার জন্যে রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্রেটের অবদান প্রশংসার দাবিদার।

তাদের এই মহতী উদ্যোগে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ভবিষ্যতে এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে এই আশা করছি।  

ক্লাবের প্রেসিডেন্ট সাদমান সায়কা শেফা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও সুশিক্ষিত জাতি গঠন, দক্ষ মানব সম্পদ নির্মাণে রোটারি ইন্টারন্যাশনাল যুগের পর যুগ কাজ করে যাচ্ছে। আমরাও সেই লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।  

ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, স্কুল কর্তৃপক্ষ লাইব্রেরির যথার্থ ব্যবহার করে সকল ছাত্র–ছাত্রীদের মাঝে এমন এক পরিবেশ তৈরি করে দেবেন যা তাদের মানসিক বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমনকি লাইব্রেরির এই পরিবেশ তাদের মাঝে বই পড়ার প্রতিযোগীতা বাড়িয়ে দিবে এবং তাদেরকে প্রতিযোগিতাই অবতীর্ণ করবে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুন ০৯, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।