ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্যাংকার প্রাণ গোপাল চক্রবর্তীর প্রয়াণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, জুন ৯, ২০২৪
ব্যাংকার প্রাণ গোপাল চক্রবর্তীর প্রয়াণ ...

চট্টগ্রাম: ব্যাংকার ও সমাজসেবক প্রাণ গোপাল চক্রবর্তী (তপন)  আর নেই।

রোববার (৯ জুন) দুপুর দেড়টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

কর্মজীবনে তিনি জনতা ব্যাংকের ম্যানেজার হিসাবে দেশের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেন।  

মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া মুক্তাকেশী এলাকায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ৯, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।