ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভাসমান অবস্থায় মিললো নিখোঁজ শিশুর মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুন ১২, ২০২৪
ভাসমান অবস্থায় মিললো নিখোঁজ শিশুর মরদেহ  ...

চট্টগ্রাম: খালে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  

বুধবার (১২ জুন) সকালে রাজাখালি খালের ১৪ নম্বর গলির মুখে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে তারা মরদেহটি উদ্ধার করে। উদ্ধার শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে খালে ককশিট নিয়ে খেলা করার সময় দুই শিশু ডুবে যায়। ঘটনা জানাজানি হলে পুলিশ ও ফায়ার সার্ভিস শিশুদের উদ্ধারে কাজ শুরু করে।

বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. নোমান জানান, নিখোঁজ এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আরেক শিশুকে উদ্ধারে কাজ চলছে। যে শিশুটি নিখোঁজ ছিলো তার মরদেহ সকালে ভেসে ওঠে। তবে এখনও পরিচয় নিশ্চিত হতে পারিনি। মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জুন ১২, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।