ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিমের দামে হেরফের, আড়তদারকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
ডিমের দামে হেরফের, আড়তদারকে জরিমানা ...

চট্টগ্রাম: ডিমের দামে হেরফের পাওয়ায় নগরের পাহাড়তলী বাজারের ডিমের এক আড়তদারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো. ফয়েজ উল্যাহ জানান, ‘রহমানিয়া দরবার শরীফ ডিমের আড়ত' নামক একটি প্রতিষ্ঠানে অধিক মূল্যে ডিম বিক্রি করছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মূল্য তালিকা প্রদর্শন না করায় আবুল খায়ের স্টোর ও নাসির ট্রডার্সের মালিককে ৪ হাজার টাকা করে জারিমানা করা হয়।

বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ, মো. আনিছুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।