ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ  ...

চট্টগ্রাম: নগরের ষোলশহর বিপ্লব উদ্যান ও চিটাগাং শপিং কমপ্লেক্স সংলগ্ন সড়ক এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৪ নম্বর সড়কের উভয় পাশ ও ফুটপাত থেকে শতাধিক ভাসমান অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (৭ অক্টোবর) চসিক ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বাংলানিউজকে জানান, অভিযানকালে সড়কে নির্মাণসামগ্রী রেখে ও দোকানের অংশ বর্ধিত করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।