চট্টগ্রাম: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের টাস্কফোর্সের বিশেষ টিম খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে অভিযান চালিয়েছে।
রোববার (২০ অক্টোবর) বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সূত্র জানায়, অভিযানে কেনার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, বেচাকেনার তথ্যে গরমিল, লাইসেন্স ও পাকা রশিদ না থাকা, দেশি-বিদেশি বাদাম, কিসমিস, খেজুরসহ বিভিন্ন পণ্য প্যাকেটজাত করে মেয়াদ না লেখাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও কৃষি বিপনন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।
খাতুনগঞ্জের দ্বীন সিন্ডিকেটকে ৫০ হাজার টাকা, দ্বীন অ্যান্ড কোম্পানিকে ৫০ হাজার টাকা, জাহানারা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও আলামিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, পাহাড়তলী বাজারের বেলাল স্টোরকে ১০ হাজার টাকা, সততা পোল্ট্রিকে ৬ হাজার টাকা, শাহদাৎ পোল্ট্রিকে ৩ হাজার টাকা ও মাহবুব ইকবাল পোল্ট্রিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পৃথক অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) একেএম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিএমপির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সমন্বয়কেরা অভিযানে সহযোগিতা করেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকরা জানান, সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছেন। বিভিন্ন ধরনের সবজিসহ চাল, ডাল, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ব্যবসায়ীদের মধ্যে অনেকে তাদের অপরাধ স্বীকার করে পরবর্তীতে সংশোধন করে নেবেন বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতকে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এআর/পিডি/টিসি