ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী থানার ওসি ছুটিতে, দায়িত্বে পরিদর্শক তদন্ত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৪, সেপ্টেম্বর ৮, ২০২৫
হাটহাজারী থানার ওসি ছুটিতে, দায়িত্বে পরিদর্শক তদন্ত 

চট্টগ্রাম: হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার মোহাম্মদ হোসেন ছুটিতে গেছেন। তাঁর অনুপস্থিতিতে থানার দায়িত্ব দেওয়া হয়েছে থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে।



রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পরিদর্শক (তদন্ত)  মোস্তাক আহম্মেদ ওসির দায়িত্ব পালন শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তারা।

চট্টগ্রাম জেলার এক অতিরিক্ত পুলিশ সুপার বাংলানিউজকে বলেন, হাটহাজারী থানার ওসি আবু কাউসার মোহাম্মদ হোসেন ব্যক্তিগত কারণে কয়েক দিনের ছুটিতে গেছেন।

এ সময়ে নিয়মিত কার্যক্রম চালিয়ে নিতে দায়িত্বপ্রাপ্ত হিসেবে কাজ করবেন পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদ।

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) হাটহাজারীতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে জড়ায় উভয় পক্ষ। এতে উভয়পক্ষের অনেকে আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অভিযান চালিয়ে আরিয়ান ইব্রাহিম নামের একজনকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ।  

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।