চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেট প্রথা জনগণের কাছে বিষবাষ্প হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের বেড়েছে নাভিশ্বাস, সিন্ডিকেট ভাঙার বিকল্প নেই।
সোমবার (২১ অক্টোবর) বিকালে নগরের দেওয়ান বাজার বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আজ সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। রেমিট্যান্স প্রবাহ উন্নত হয়েছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা অগ্রযাত্রা রুখে দিতে একের পর এক ষড়যন্ত্র করছে। একেক দাবির আড়ালে একেক ষড়যন্ত্র বিদ্যমান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, ড. ছাবের আহমদ, কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দীন নোমান, মুহাম্মদ নুরুল হক, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বাঁশখালী উপজেলা আমির ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিনসহ অন্যান্য থানা-পৌরসভা আমিররা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
বিই/পিডি/টিসি