চট্টগ্রাম: ঋণ খেলাপির মামলায় সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম বিএসসি ও তার স্ত্রীর সানোয়ারা বেগমের সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বাংলানিউজকে বলেন, উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখা ৩০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪৪৯ টাকা ঋণের বিপরীতে নুরুল ইসলাম ও তার স্ত্রীর সানোয়ারা বেগমের কোনো স্হাবর সম্পত্তি ব্যাংকের নিকট বন্ধক নেই। তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হলেও হাইকোর্ট ডিভিশনের অনুমতি নিয়ে তারা দেশত্যাগ করেছেন।
চট্টগ্রাম অর্থ ঋণ আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ নভেম্বর উত্তরা ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখা ৩০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪৪৯ টাকা আদায়ের জন্য এ মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এমআই/পিডি/টিসি