ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বিএনসিসির সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
‘বিএনসিসির সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে’ বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান এনডিসি, পিএসসি।

চট্টগ্রাম: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২০ জনের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী রেজিমেন্ট হেডকোয়ার্টারে ৩ জন মেজর, ৫ জন ক্যাপ্টেন, ৭ জন লেফটেন্যান্ট ও ৫ জন সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি পাওয়া বিএনসিসি অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান এনডিসি, পিএসসি।

এ সময় কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান বলেন, বিএনসিসি দেশের প্রয়োজনে এবং জনগণের প্রয়োজনে তাদের শ্রম ও মেধা দিয়ে সবসময় সাহায্যে এগিয়ে আসছে।

দেশ সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। সাম্প্রতিক সময়ে ফেণী, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষকে উদ্ধার এবং ত্রাণ পৌঁছে দেওয়ার কার্যক্রমে বিএনসিসির ভূমিকা ছিল প্রশংসনীয়।

প্রধান অতিথি পদোন্নতিপ্রাপ্ত অফিসারদের উদ্দেশ্যে বলেন, নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন অফিসাররাই পদোন্নতি পেয়েছেন। এতে আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল। মতাদর্শের ঊর্ধ্বে থেকে নিজ নিজ পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য বজায় রেখে দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন- এমনটাই আশা করছি।

এরপর বিএনসিসির মহাপরিচালক অনুষ্ঠানস্থলে কেক কেটে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।