ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কাভার্ডভ্যানচাপায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
কাভার্ডভ্যানচাপায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী মো. ইমরুল হক (৪৮) নামে একজন মারা গেছেন। তিনি মীরসরাই উপজেলার নিজামপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইন টেকনিশিয়ান ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগারহাট এলাকায় এ দৃর্ঘটনা ঘটে। নিহত ইমরুল হকের বাড়ি খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকায়।

তিনি ওই এলাকার মৃত মহিউদ্দিন হকের ছেলে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যানচাপায় এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।