ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যৌথ বাহিনীর অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
যৌথ বাহিনীর অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫ ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার সিআরবি এলাকায় একটি বস্তিতে অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার (২০ নভেম্বর) সকালে বয়লার কলোনির বস্তি ও ফলমণ্ডি এলাকায় এ অভিযান চালানো হয়।

 

যৌথ বািহনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬ থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর নেতৃত্বে সিআরবি বয়লার এভিনিউ বস্তি এবং ফলমণ্ডি কলোনি এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে দুষ্কৃতিকারীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নগদ প্রায় ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

অভিযানের পর উদ্ধার সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৫ জনকে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে দেশের যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং চট্টগ্রাম শহরের আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।