ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্টুডিওতে নকল জন্ম নিবন্ধন সনদ তৈরি, ম্যাজিস্ট্রেটের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, ডিসেম্বর ১, ২০২৪
স্টুডিওতে নকল জন্ম নিবন্ধন সনদ তৈরি, ম্যাজিস্ট্রেটের অভিযান

চট্টগ্রাম: নগরের একটি স্টুডিওতে নকল জন্ম নিবন্ধন সনদ তৈরির খবর পেরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় স্টুডিওর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে হালিশহর কলশী দীঘির পাড়ে তানভীর ডিজিটাল স্টুডিওতে এ অভিযান চালানো হয়।  

জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনিন সেতু বাংলানিউজকে বলেন, তানভির স্টুডিওতে নকল জন্ম নিবন্ধন সনদ তৈরি হচ্ছে এমন অভিযোগের পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অভিযোগের সত্যতা মিলে। পরে  তাকে সতর্ক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক আরেকটি অভিযানে ৩৮নং ওয়ার্ড ময়লার ডিপুতে লিয়াকত আলী ট্রেডিংয়ের মালিক আলী রকিকে মাছের খাদ্যের সঙ্গে হাড়, চামড়া, কেশ মিশিয়ে বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।