ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, আগস্ট ২৫, ২০২৫
নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে জরিমানা ...

চট্টগ্রাম: নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।  

সোমবার (২৫ আগস্ট) দুপুরে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ৫টি ভবন মালিকের কাছ থেকে জরিমানা আদায়ের পাশাপাশি একটি ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়।  

সিডিএ’র অথরাইজড অফিসার-১ কাদের নেওয়াজ টিপু বাংলানিউজকে বলেন, নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে সিডিএ অভিযান পরিচালনা করছে।

এতে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। বিশেষ করে নকশা বহির্ভূত ভবন নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা রাখার কথা থাকলেও রাখেনি বেশিরভাগ ভবন মালিক। এর প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ভবন মালিককে জরিমানা করেছেন।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।