ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক কাউন্সিলরের সহযোগী তারেক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, ডিসেম্বর ৫, ২০২৪
সাবেক কাউন্সিলরের সহযোগী তারেক গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার বেপারী এলাকা অভিযান চালিয়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরালের সহযোগী মো. তারেককে গ্রেপ্তার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মো.তারেক (৩৭), একই থানার বেপারী পাড়ার আব্দুর রহমান সওদাগরের মৃত মো. ইউসুফের ছেলে।  

চান্দগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে বেপারী এলাকা থেকে সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী মো. তারেককে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।