ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যালয় সভাপতির পদ নিয়ে বিরোধ, প্রধান শিক্ষকের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, আগস্ট ২১, ২০২৫
বিদ্যালয় সভাপতির পদ নিয়ে বিরোধ, প্রধান শিক্ষকের ওপর হামলা ...

চট্টগ্রাম: বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ নিয়ে বিরোধের জেরে পটিয়ায় একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বিওসি রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পটিয়ায় হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে সিএনজি অটোরিকশায় করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন সিএনজি অটোরিকশা থামিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে।

পরে সঙ্গে থাকা দুই সহকর্মী ও এলাকার লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

প্রধান শিক্ষক শ্যামল দে’র অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে এলাকার একটি প্রভাবশালী মহল তার ওপর হামলা চলিয়েছে।  

তিনি বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এর আগেও আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আজ দেশিয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। জীবনের নিরাপত্তা চেয়ে আমি পটিয়া থানায় সাধারণ ডায়েরি করেছি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার খবর শুনেছি। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।