ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণে নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, জানুয়ারি ৬, ২০২৫
ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণে নতুন কমিটি

চট্টগ্রাম: ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটি গঠিত হয়েছে।  

রোববার (৫ জানুয়ারি) বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে নগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন মনোনীত হন।

অন্যদিকে একইদিন বিকেলে নগরের চন্দনপুরায় ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সদস্যদের ভোটের মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তানজির হাসান জুয়েল। এছাড়া অন্যন্য সদস্যদের পরামর্শের ভিত্তিতে সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল হকের নাম ঘোষণা করেন সদ্য সভাপতির দায়িত্ব পাওয়া তানজির হাসান জুয়েল।

কমিটির বাকি পদগুলো পরবর্তী সময়ে পূরণ করা হবে বলে সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।