ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিজ্ঞা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, জুলাই ২৬, ২০২৫
বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিজ্ঞা ...

চট্টগ্রাম: নারী জাগরণ ও সমাজ পরিবর্তনের প্রতীক ‘জুলাই পুনর্জাগরণ’ এর মর্মবাণী ধারণ করে মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে দেশব্যাপী একযোগে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ চট্টগ্রামেও অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার শপথ পাঠ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান।  এসময় চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সারাদেশের অনুষ্ঠানমালা কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি উদ্বোধন ও তত্ত্বাবধান করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

চট্টগ্রাম জেলার শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেন। বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক সাম্য, নারী নির্যাতন প্রতিরোধ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দেন।

অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম। সার্বিক সহযোগিতা করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই শপথ পাঠ অনুষ্ঠান শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা-যা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।