ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

তারেক রহমান শান্তি ও জাতীয় ঐক্যের প্রতীক: মীর হেলাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, জুলাই ২৬, ২০২৫
তারেক রহমান শান্তি ও জাতীয় ঐক্যের প্রতীক: মীর হেলাল বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, বর্তমানে একটি অপশক্তি তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের কায়দায় নানা প্রকার অপপ্রচার চালাচ্ছে। মিডিয়াতে তারা নিজেদেরকে তারেক রহমান ও বিএনপির সমকক্ষ হিসাবে উপস্থাপন করতে চায়।

 এই অপশক্তিকে বাংলাদেশের মানুষ অতীতে যেভাবে ইতিহাসে কলঙ্কজনক স্থানে নিক্ষিপ্ত করেছে। ভবিষ্যতেও তাদের স্থান ইতিহাসের আস্তাকুড়েই হবে।
বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি তাদের নেই।  

শনিবার (২৬ জুলাই) বিকেলে হাটহাজারী উপজেলার দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পুরন ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন , ৮ নম্বর মেখল, ৯ নম্বর গোরদুয়ারা, ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

তারেক রহমান বাংলাদেশের শান্তি ও জাতীয় ঐক্যের প্রতীক জানিয়ে মীর হেলাল বলেন, কঠিন সময়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ রেখে তিনিই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সাধারণ মানুষের  ম্যান্ডেট নিয়ে আগামীর মডার্ণ বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে নির্মিত হবে ইনশাল্লাহ।  

৮ নম্বর মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে মেখল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি.এম. সাইফুল ইসলাম, উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু,গোরদুয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, জেলা বিএনপির সদস্য  ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মোহাম্মদ সেলিম, উত্তর জেলা সদস্য  ডা. রফিকুল আলম, হাটহাজারী উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, বিএনপিনেতা আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল,  উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী,  জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি প্রমুখ।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।