ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বহদ্দারহাটে গুলি ছোড়া যুবলীগকর্মী তৌহিদের রিমান্ড মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
বহদ্দারহাটে গুলি ছোড়া যুবলীগকর্মী তৌহিদের রিমান্ড মঞ্জুর ...

চট্টগ্রাম: নগরের চান্দঁগাও থানার বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগকর্মী তৌহিদুল ইসলাম প্রকাশ ফরিদকে সায়মান মাহিন হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বুধবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

 

গ্রেপ্তার তৌহিদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, চান্দগাঁও থানার সায়মান মাহিন হত্যা মামলায় তৌহিদুল ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হন সায়মান মাহিন নামের এক কিশোর। এই ঘটনায় তার বন্ধু বাদী হয়ে মামলা করেন। গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাট এলাকায় তৌহিদুল একাই ২৮টি গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার, অস্ত্রগুলি সরবরাহকারী ও নির্দেশদাতাদের শনাক্তের জন্য আসামি তৌহিদুলকে রিমান্ডের আবেদন করে পুলিশ।  

প্রসঙ্গত, গত বছরের ২২ নভেম্বর রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করে নগরের চান্দগাঁও থানা পুলিশ। পরে পুলিশ জানায়, তৌহিদুল একাই ছাত্র-জনতার ওপর ২৮টি গুলি ছোড়েন। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।