ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শাহছূফী হাবিবুল বশর মাইজভাণ্ডারীর জানাজা

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, সেপ্টেম্বর ৩, ২০২৫
শাহছূফী হাবিবুল বশর মাইজভাণ্ডারীর জানাজা ...

চট্টগ্রাম: ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর নাতি ও গদিনশীন শাহছূফী আলহাজ মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর মাইজভাণ্ডার শাহি মাঠে হাজার হাজার আশেক-ভক্ত ও মুরিদানদের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় দেশ-বিদেশ থেকে আগত আলেম-ওলামা, পীর-মাশায়েখ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ অংশ নেন।

উল্লেখ্য, শাহছূফী হাবিবুল বশর মাইজভাণ্ডারী গাউছে জামান হজরত মাওলানা শাহছূফী সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর বড় শাহজাদা এবং গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন ছিলেন।

তিনি রোববার সকাল ১০টা ৫ মিনিটে বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।