ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এ শহরে আপনারা হাঁটছেন, পরের প্রজন্ম হাঁটবে: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এ শহরে আপনারা হাঁটছেন, পরের প্রজন্ম হাঁটবে: মেয়র শাহাদাত ....

চট্টগ্রাম: এ শহরের মধ্যে আপনারা হাঁটছেন, আপনার পরের প্রজন্ম হাঁটবে, আপনার ছেলেরা হাঁটবে। কাজেই এ শহরকে সুন্দর করার দায়িত্ব আপনাদের আমাদের সবার।

 

চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি গড়তে রোববার (১২ জানুয়ারি) কাজীর দেউড়ি বাজার ব্যবসায়ীদের বর্জ্য সংগ্রহের বিন বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।  

মেয়র বেলন, আমার নির্বাচনের মূল কমিটমেন্ট এই শহরকে সুন্দর করা।

ক্লিন, গ্রীন ও হেলদি সিটির আওতায় আনা। চট্টগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গা প্রতিটি মার্কেট ও প্লেসে আমরা বর্জ্য সংগ্রহের প্লাস্টিকের বিন বিতরণ শুরু করেছি। দুই-তিন মাস পরে বর্ষা মৌসুম আসছে। বর্ষার সময় জলাবদ্ধতা আমাদের শহরের প্রধান সমস্যা। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে পলিথিন, প্লাস্টিক, কর্কশিটসহ অপচনশীল পণ্য। সেগুলোই আমরা যত্রতত্র ফেলি। সেগুলো ডাস্টবিনে ফেলতে হবে। যত্রতত্র নালা-নর্দমার মধ্যে ফেললে এগুলোই কিন্তু আমাদের মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যাবে। অপচনশীল পণ্যের কারণে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি যাচ্ছে। কাজেই এখন থেকে আমরা গণসচেতনতার অংশ হিসেবে প্রতিটি জায়গায় বর্জ্য সংগ্রহের প্লাস্টিকের বিন বিতরণের পাশাপাশি নগরের সব দোকান এর আওতায় আনবো।

তিনি বলেন, আমরা আজ বাজারে ডাস্টবিন বসাচ্ছি। এটা শুধু বাজারে নয় ছোট ছোট ডাস্টবিন সব দোকানের সামনে দিয়ে দেব। আমরা চাই ময়লা আবর্জনা সবাই খোলা জায়গায় না ফেলে সুনির্দিষ্ট ডাস্টবিনগুলোতে যাতে ফেলেন। তাহলে আমরা শহরকে সুন্দর রাখতে পারব। আমি মনে করি দোকানিরা ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন। কোনো পথচারী যদি রাস্তা বা নালায় ময়লা ফেলে তাকে অনুরোধ করবেন ওই ময়লা উঠিয়ে নিয়ে সেটা ডাস্টবিনে ফেলতে। দোকানের সামনে বর্জ্য সংগ্রহের প্লাস্টিকের বিন দেওয়ার পরেও ময়লা পড়ে থাকলে সে দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে ।  

নগরে এখন ব্যানার, পোস্টার দেখতে পাচ্ছি এগুলো সৌন্দর্য বিনষ্ট করছে। আপনারা জানেন আমরা প্রতিটি ওয়ার্ডকে গ্রিন সিটির আওতায় আনতে যাচ্ছি। আমরা প্রথমে গণসচেতনতার দিকে যাচ্ছি। এরপর আইন আছে। নগর সুন্দর করার জন্য আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আমি একটু আগে বলেছি ট্রেড লাইসেন্সের কথা। এটা শুধু মুখের কথা নয়। এটা প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পাবেন। কাজেই আমরা আপনাদের বলতে চাই যে, এ শহর হচ্ছে আমাদের সবার। এই শহর আমার একার নয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, জিয়াউদ্দীন খালেদ, ডা. সরওয়ার আলম, জাকির হোসেন, নুর হোসেন, শফিক আহমেদ, চউক কাজীর দেউড়ি কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জাকির হোসেন, রফিকুল ইসলাম সর্দার, শফিকুল ইসলাম খোকন, নাছির, সরোয়ার, আবুল হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।