চট্টগ্রাম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জি.) ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এর তিনটি উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান।
সিভাসুর রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম জানান, সকাল সাড়ে ১০টায় শুধু সিভাসু কেন্দ্রে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৪২৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ১৬৬ জন। উপস্থিতির হার ৮১ দশমিক ৬ শতাংশ।
তিনি জানান, শাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিকেল ৩টায়। সিভাসু’সহ চট্টগ্রামের আরো তিনটি উপকেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপকেন্দ্রগুলো হলো- ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও পাহাড়তলী কলেজ। সিভাসু’সহ চট্টগ্রামের এই চারটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫ হাজার ৬২৭ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৪ হাজার ৭২৭ জন। উপস্থিতির হার ৮৪ শতাংশ।
সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সিভাসু’সহ অন্যান্য কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিভাসুর ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এআর/পিডি/টিসি