ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, মার্চ ১, ২০২৫
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার ...

চট্টগ্রাম: এক সপ্তাহ ধরে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে চমেকের শিক্ষার্থীরাও ক্লাস বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেছেন।

শনিবার (০১ মার্চ) দুপুরে ‘চমেক শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ’ ব্যানারে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে ইন্টার্ন চিকিৎসকদের দাবির প্রতি সমর্থন দিয়ে বক্তব্য দেন চমেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ও উপাধ্যক্ষ আবদুর রব।

এরপর সমাবেশ থেকে কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বক্তব্য দেন ইন্টার্ন ডা. আহমদ হাসনাইন ও শিক্ষার্থী মো. সাকিব হোসেন।

 

সমাবেশে চমেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সরকারিভাবে বিষয়গুলো মীমাংসার চেষ্টা চলছে। ১২ মার্চ আদালতের একটি রায় আসার কথা রয়েছে। ১২ তারিখ পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করো, ছাত্ররা ক্লাসে যাও। এরপর যে রায় আসে, তার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে’।  

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, বিএমডিসির নিবন্ধন ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। এ বিষয়ে মন্ত্রণালয় বিএমডিসিকে দায়িত্ব দিয়েছে।  

ইন্টার্ন ডা. আহমদ হাসনাইন বলেন, শিক্ষকদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।  

এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্যদের চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে ২৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।