ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাবার জানাজায় আসা প্রবাসী যেভাবে পেলেন পাসপোর্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, মার্চ ১, ২০২৫
বাবার জানাজায় আসা প্রবাসী যেভাবে পেলেন পাসপোর্ট

চট্টগ্রাম: বাবার জানাজায় অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি বাঁশখালী এসেছিলেন মো. তোফাজ্জল হোসেন।

স্বল্পকালীন ছুটি নিয়ে দেশে ফেরা এ প্রবাসীর ২৮ ফেব্রুয়ারি ইউএস-বাংলার ফ্লাইট-BS343 যোগে দুবাই ফেরার কথা ছিল।

বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার মুহূর্তে অনাকাঙ্ক্ষিতভাবে বাসায় পাসপোর্ট খুঁজে না পাওয়ায় ওই ফ্লাইটে তার দুবাই যাত্রা বাতিল হয়।  

তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করে জানান, দেশে ফেরার সময় তার পাসপোর্টটি যথাসম্ভব বিমানবন্দরে হারিয়ে ফেলেছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ চেকসহ অন্যান্য আনুষঙ্গিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে তার পাসপোর্টটি উদ্ধার করেন এবং উল্লেখিত যাত্রীকে তার পাসপোর্টটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।  

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার (১ মার্চ) দুপুরে বিমানবন্দর নিরাপত্তা শাখার সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ও সশস্র নিরাপত্তা প্রহরী নজরুল ইসলাম প্রবাসী যাত্রী   তোফাজ্জলকে তার পাসপোর্টটি ফিরিয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।