ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৪০০ কার্টন সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, মার্চ ২, ২০২৫
৪০০ কার্টন সিগারেট জব্দ ...

চট্টগ্রাম: জোরারগঞ্জ সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আনা ৪০০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে করেরহাট ইউনিয়নের রহমতপুর এলাকায় এসব মালিকবিহীন সিগারেট জব্দ করেন বিজিবির রামগড় ব্যাটালিয়নের কয়লারমুখ বিওপি সদস্যরা।

জানা গেছে, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপির নায়েব সুবেদার ইবনে মিজানুরের নেতৃত্বে টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করে। জব্দকৃত সিগারেট ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, সীমান্ত সুরক্ষা ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।