চট্টগ্রাম: মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা নারীর (৩৫) ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের পাশে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই নারীর মাথা ছিন্নভিন্ন অবস্থায় ছিল।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত নারীর মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এমআর/টিসি