ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিলাপি ও হালিমের জন্য ভিড় যে দোকানে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, মার্চ ২, ২০২৫
জিলাপি ও হালিমের জন্য ভিড় যে দোকানে  ...

চট্টগ্রাম: ৪৪০ টাকায় প্রতিকেজি জিলাপি, ৭০০ টাকায় চিকেন হালিম আর ৯০০ টাকায় মাটন হালিম বিক্রি করছে রয়েল বাংলা সুইট হাউস। বোম্বেওয়ালার দোকান নামে পরিচিত এটি।

নগরের এনায়েত বাজার মোড়ের দোকানটিতে ভিড় লেগেছিল রোববার বাদে জোহর থেকে।

দূরদূরান্ত থেকে রোজাদাররা এসে এখান থেকে ইফতার কেনেন।

মোটরসাইকেল, প্রাইভেট কারে আসা ক্রেতাদের কারণে রীতিমতো জট লেগে যায় রাস্তায়।

জিলাপি ও হালিমের জন্য খ্যাতি পেলেও বিক্রি হচ্ছে অন্যান্য ইফতারিও। চপ, কাটলেট, সমুচা, লাচ্ছা সেমাই, কোপ্তা, হালুয়াও বিক্রি হচ্ছে বেশ। বিক্রয়কর্মীদের দম ফেলার ফুরসত নেই৷ 

মুরাদপুর থেকে জিলাপি কিনতে আসেন আবদুন নূর। তিনি বলেন, নগরের ঐতিহ্যবাহী সব খাবারের দোকান থেকে একেক দিন একেকটা পদের ইফতার কিনি। প্রথম রোজায় বোম্বেওয়ালার জিলাপি কিনতে এলাম। আধঘণ্টা ঠেলাঠেলি করে আধাকেজি জিলাপি পেলাম।

শুধু যে পুরুষদের ভিড় তা নয়, নারীরাও ইফতার কিনতে এসেছেন এ দোকানে।  

তাদের একজন জয়নাব বেগম। বললেন, বাসায় ছোলা, দই চিঁড়া, সেমাই রান্না করেছি। এখানকার জিলাপিটা সবাই পছন্দ করে। তাই কিনতে এলাম।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।