ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ভাড়া বাসায় মিললো নারীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, মার্চ ৩, ২০২৫
বোয়ালখালীতে ভাড়া বাসায় মিললো নারীর মরদেহ ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে ভাড়া বাসা থেকে রোজী আক্তার (২৭) নামের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২ মার্চ) দিবাগত রাতে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকার একটি ভবনের ৪র্থ তলায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রোজী আক্তার পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সবুর মার্কেট এলাকার মহিবুল আবছারের স্ত্রী।  

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বাংলানিউজকে বলেন, ভাড়া বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রোজী আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।