ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অনৈতিক কাজের অভিযোগে দুই যুবককে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
অনৈতিক কাজের অভিযোগে দুই যুবককে পুলিশে সোপর্দ ...

চট্টগ্রাম: কর্ণফুলী ও হাটহাজারী উপজেলায় ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে কর্ণফুলীর চরপাথরঘাটার খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ড কেন্দুয়ার গোষ্ঠি বাড়িতে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাছির উদ্দীন মুন্না (২২) নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

মুন্নার স্থায়ী নিবাস নোয়াখালী জেলায় হলেও পরিচয়পত্রে নগরের পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর হামজারবাগ কলোনির ঠিকানা উল্লেখ রয়েছে।  

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেন।

তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।  

এদিকে হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বলাৎকারের অভিযোগে অলি উল্লাহ (২২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১৯ মার্চ) ভোররাত ৪টার দিকে হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক অলি উল্লাহ নওগাঁর রানীনগর থানার কুসুমবীর ইউনিয়নের পাচুরপুর এলাকার আব্বাস আলীর ছেলে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, জিজ্ঞাসাবাদে আটক অলি উল্লাহ নিজেকে হাটহাজারীর একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানিয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।