ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী, ফটিকছড়ি ও আনোয়ারায় আগুন, পুড়লো সম্বল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
বাঁশখালী, ফটিকছড়ি ও আনোয়ারায় আগুন, পুড়লো সম্বল ...

চট্টগ্রাম: বাঁশখালী, ফটিকছড়ি ও আনোয়ারায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার আগুনে মুরগির খামার পুড়ে যায়।

আগুনে মারা যায় ১ হাজার মুরগি।

খামারের মালিক মোজাফফর আহমদ জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গিয়ে দেখি সব পুড়ে গেছে।

খামারে রাখা নগদ ৬০ হাজার টাকাও পুড়ে গেছে।  

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই খামারটি পুড়ে গেছে।

ফটিকছড়ির নাজির হাট বাজারে বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত হয়েছে। ফটিকছড়ি ফায়ার স্টেশনের লিডার কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দোকানের পাশে হাসপাতাল থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান পুড়ে গেলেও হাসপাতালের কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।  

এদিকে আনোয়ারায় মাদকের টাকার দ্বন্দ্বে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় জড়িত আসামিদের বসতঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে পরৈকোড়া ইউনিয়নের হাশেম ভেন্ডার বাড়ি ও কর মিয়ার বাড়িতে জড়িতদের বসতঘর ভাংচুর, আগুন লাগানোর ঘটনা ঘটে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ইউছুফ জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।